লখনউয়ে যৌথ রোড শো রাহুল ও অখিলেশের
শাহজাহানের আগ্রায় দুই শাহজাদার রথযাত্রা। যৌথ রোড শো করলেন রাহুল ও অখিলেশ। বাবাকে বনবাসে পাঠিয়ে পার্টির সিংহাসন দখল করেছেন অখিলেশ। নবাবজাদা এখন তাই কার্যত লখনউয়ের নবাবই।
![লখনউয়ে যৌথ রোড শো রাহুল ও অখিলেশের লখনউয়ে যৌথ রোড শো রাহুল ও অখিলেশের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/03/77813-rallyakhileshrahul.jpg)
ওয়েব ডেস্ক : শাহজাহানের আগ্রায় দুই শাহজাদার রথযাত্রা। যৌথ রোড শো করলেন রাহুল ও অখিলেশ। বাবাকে বনবাসে পাঠিয়ে পার্টির সিংহাসন দখল করেছেন অখিলেশ। নবাবজাদা এখন তাই কার্যত লখনউয়ের নবাবই।
আরও পড়ুন- পঞ্জাবে শেষ দিনের প্রচারে ঝোড়ো ব্যাটিং রাহুল গান্ধীর
এদিকে, বাবা মুলায়মের দশা শাহজাহানের মতোই। সেই শাহজাহানের আগ্রাতেই রোড শো করলেন দুই শাহজাদা। কাঁধে কাঁধ মিলিয়ে উত্তরপ্রদেশকে বদলে ফেলার প্রতিশ্রুতি দিলেন। নোট বাতিল ও কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি নিয়ে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করলেন রাহুল। মায়াবতীকেও বিঁধতে ছাড়লেন না। চলতি মাসের ১১ তারিখ থেকে ৭ দফায় নির্বাচনে যাচ্ছে উত্তরপ্রদেশ। তার আগে তাই রাজ্যজু়ড়ে চলছে জোর কদমে প্রচার।