নিজস্ব প্রতিবেদন: হঠাৎ শারীরিক অবস্থার অবনতি। হাসপাতালে ভর্তি হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়লম সিং যাদব। বুধবার সন্ধেয় গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। যদিও কী কারণে সপা নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট বার্তা মেলেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, বার্ধক্যজনিত কারণে বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৮১ বছরের প্রবীণ এই রাজনীতিক। দেরি না করে, তাঁকে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। ভারতীয় রাজনীতিতে মুলায়লম সিং যাদব, এক পোড় খাওয়া রাজনীতিক। অনুগামীদের কাছে ‘নেতাজি’ নামে পরিচিত তিনি। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা। তিনবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও হয়েছেন। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত দেশের প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন মুলায়লম সিং যাদব।


আরও পড়ুন: LPG Price Hike: হেঁশেলে আগুন! একলাফে ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম


আরও পড়ুন: ভারতে এবার আরও এক টিকা, জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের আবেদন Zydus Cadila-র


গত কয়েক বছর ধরেই শারিরিক অসুস্থতায় ভুগছেন মুলায়লম। ইউরিনের সমস্যা নিয়ে গত বছরও হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তাঁর ছেলে অখিলেশ যাদব বর্তমানে সপার দায়িত্ব সামলাচ্ছেন। তিনিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন।