নিজস্ব প্রতিবেদন: বিমানে এক বলিউড অভিনেত্রীর শ্লীলতাহানির অভি‌যোগে গ্রেফতার করা হল এক ‌যুবককে। সোমবার বিকাশ সচদেব নামে ওই ‌যুবককে আদালতে তুলতে পারে মুম্বই পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বই পুলিসের সিনিয়র ইনস্পেক্টর লতা শ্রীসত সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই অভিনেত্রী ‌যেহেতু এখনও নাবালক তাই অভি‌যুক্তের বিরুদ্ধে পক্সো( POCSO) ধারায় অভি‌যোগ আনা হবে।


উল্লেখ্য, ভিস্তারা এয়ারলাইন্সের বিমানে ওই ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ। অভিনেত্রী গোটা বিষয়টি তাঁর ইনস্টাগ্রামে অ্যকাউন্টে প্রকাশ করার পরই হইটচই শুরু হয়ে ‌যায়। বিমানে কম আলো থাকার জন্য অভি‌যুক্ত ব্যক্তির কর্মকাণ্ড ভিডিও করতে পারেননি। তবে তার কিছু স্টিল ফোটোগ্রাফ নিয়ে রেখেছিলেনম বলে জানিয়েছিলেন অভিনেত্রী। অভি‌যোগ, পেছনের আসন থেকে অভিনেত্রীর সঙ্গে অসভ্যতা করে ওই বিমান‌যাত্রী।


আরও পড়ুন-নিম্নচাপ কাটলেই শীত ফিরবে, জানাল আবহাওয়া দফতর