ওয়েব ডেস্ক: ২০০২ থেকে ২০০৩ সালের একাধিক বিস্ফোরণে দোষীদের শাস্তি ঘোষণা করল মুম্বইয়ের POTA আদালত। মূল অভিযুক্ত মোজাম্মিল আনসারির যাবজ্জীবন কারদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বাকি ৩ জনের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ২০০৩-এর মার্চে মুলুন্দে ট্রেনে বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়। ওই বছরই জানুয়ারিতে বিস্ফোরণ হয় ভিলে পার্লে ইস্টের বাজারে। এর আগে ২০০২-এর ডিসেম্বর বিস্ফোরণ হয় মুম্বই সেন্ট্রাল স্টেশনের ম্যাকডোনাল্ডসে। প্রতিক্ষেত্রেই মুল চক্রী হিসেবে উঠে আসে মোজাম্মিল আনসারির নাম। এই মামলাগুলিতে ১৩ জন অভিযুক্তর মধ্যে ১০ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। তার মধ্যেই ৪ জনের আজ কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।