ওয়েব ডেস্ক: ঝামেলা তাও আবার এভাবে! সত্যিই মানুষের মধ্য থেকে সহিষ্ণুতা বোধহয় একেবারে উধাও হয়ে গেল! কারণ, ফুচকা খাওয়াকে কেন্দ্র করে বচসা। ফুচকা খেতে গিয়ে ঝামেলা! আর তা থেকে কিনা মৃত্যুও হল! মদ্যপ দুই যুবকের মারে ইরফান নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে। চলতি মাসের চার তারিখ ঘটনা ঘটে উত্তর পশ্চিম দিল্লির স্বরূপনগরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন স্করপিন ডুবোজাহাজের নকশা সংক্রান্ত আরেক দফা গোপন নথি প্রকাশ!


তদন্তে নেমে CCTV ফুটেজ দেখে দুজনকে চিহ্নিত করে ফেলে পুলিস। তারপরই জোরকদমে শুরু হয় তল্লাসি। দু সপ্তাহ পরে জাহাঙ্গিরপুরী এবং ভালসা ডেয়ারি থেকে সুনীল কুমার এবং লাকি নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস।


আরও পড়ুন  উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো