জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময় গো মাংস খাওয়া হয়েছে সন্দেহে উত্তর প্রদেশের দাদরিতে পিটিয়ে মারা হয়েছিল মহম্মদ আখালক নামে এক ব্যক্তিকে। এবার খবরে যোগীরাজ্যের সীতাপুর। সন্তান এক হিন্দু তরুণীকে নিয়ে ঘর ছাড়ায় পিটিয়ে মারা হল এক মুসলিম দম্পতিকে। লাঠি, লোহার রড নিয়ে এসে ওই দম্পত্তির বাড়িতে চড়াও হয় হিন্দু প্রতিবেশীরা। তারপর চলে বেধড়ক মারধর। সেই মারেই মৃত্যু হয় ওই দম্পত্তির। ওই ঘটনায় এখনওপর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের পরদিনই ইস্তফা যাদবপুরের ডিন অব সায়েন্সের


পুলিস সূত্রে খবর শুক্রবার নির্মম ওই মারধরে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্বাস ও তার স্ত্রী কামরুন্নেশার। ঘটনার পরই গ্রাম ছেড়ে পালায় হামলাকারীরা। সীতাপুরের পুলিস সুপার চক্রেশ মিত্র সংবাদমাধ্যমে বলেন, কয়েক বছর আগে আব্বাসের ছেলে প্রতিবেশী এক হিন্দু তরুণীর সঙ্গে পালিয়ে যায়। সেই ঘটনায় আব্বাসের ছেলের জেল হয়। কয়েকদিন আগেই আব্বাসের ছেলে জেল থেকে ছাড়া পায়। তার পরেই প্রতিবেশীরা তার বাবা-মার উপরে হামলা করার পরিকল্পনা করে।


পুলিস সুপার আরও বলেন, গ্রামবাসীদের একাংশের বক্তব্য, নিহত মুসলিম দম্পত্তির ছেলে সওকতের সঙ্গে প্রতিবেশী রামপালের মেয়ে রুবির প্রেমের সম্পর্ক ছিল। ২০২০ সালে রুবিকে অপহরণ করে সওকত। সেইসময় রবি ছিল নাবালিকা। সেই কারণে সওকতের বিরুদ্ধে পুলিসে অভিযোগ হয়। এতে জেলে যেতে হয় সওকতকে। গত জুন মাসে সে ফের রুবিকে অপহরণ করে সওকত। তার পরেই এই ঘটনা। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আরও দুজনের খাঁজে তল্লাশি চলছে।


গ্রামবাসীদের  ওই বক্তব্য পুরোটা বিশ্বাস করতে নারাজ পুলিস। পুলিসের দাবি, গোটা ঘটনাটাই পূর্ব পরিকল্পনা মতো ওই ঘটনা ঘটেছে। সওকতের উপরে প্রতিবেশীদের রাগ ছিল। কয়েকজদিন আগে সে জেল থেকে ছাড়া পেতেই তা আরও বেড়ে যায়। তার পরই দলবল জোগাড় করে হামলা।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)