নিজস্ব প্রতিবেদন: ঘটনার ১০ দিন কাটতে না কাটতেই এনকাউন্টারে (police encounter) খতম হায়দরাবাদে পশু চিকিত্‍‌সক ধর্ষণ-খুন কাণ্ডে ৪ অভিযুক্তই। এবার তাঁর মেয়ের আত্মা শান্তি পেল বলে জানালেন মৃত পশু চিকিত্সকের বাবা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হায়দরাবাদের পশু চিকিত্‍‌সককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চার অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল তেলেঙ্গানা পুলিস। যেখানে নিগৃহীতার গায়ে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেখানে ঘটনার পূনর্নির্মাণের জন্য শুক্রবার ভোররাতে নিয়ে যাওয়া হয়েছিল চার অভিযুক্ত- মহম্মদ আরিফ, নবীন, চিন্তাকুন্তা কেশাবুলু ও শিবাকে । পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনা পূনর্নির্মাণের সময়ই পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। তখনই শুরু হয় এনকাউন্টার। পুলিসের গুলিয়ে মৃত্যু হয় চার অভিযুক্তেরই।



এরপরেই মৃত পশু চিকিত্সকের বাবা জানান, "আমি পুলিস এবং সরকারকে গোটা ঘটনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার হয়তো আমার মেয়ের আত্মা শান্তি পেল। "


আরও পড়ুন- তেলেঙ্গানায় এনকাউন্টারে খতম হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের ৪ অভিযুক্ত