জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগাল্যান্ড ও মেঘালয়ে সোমবার বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশন ও নিরাপত্তা সংস্থাগুলি শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে। দুটো রাজ্যে সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। নাগাল্যান্ডে ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫৯টি আসনে ১৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট হচ্ছে ২ হাজার ২৯১ টি কেন্দ্রে। এর মধ্যে ১৯৬ টি কেন্দ্রে নারী ভোটকর্মীরা এবং ১০টি কেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিরা ভোট দেবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Price Hike: বাড়তে পারে ব্যাঙ্ক লোনে সুদ-রান্নার গ্যাসের খরচ, ১ মার্চ থেকে বদল যাচ্ছে পুরনো নিয়ম


মেঘালয় ও নাগাল্যান্ড-দুই রাজ্যেই হাড্ডাহাড্ডি লড়াই। মেঘালয়ে বিজেপি ও এনপিপি-কে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে তৃণমূল। আবার নাগাল্যান্ডে ফের ক্ষমতার ফেরার লক্ষ্যে ঝাঁপিয়েছে বিজেপিও। সে রাজ্য়ে ভোটগ্রহণ শুরুর আগেই এক আসনে কাঙ্খিত জয় হাসিল করেছে বিজেপি। আবার দুই রাজ্যে কংগ্রেস এবং বিজেপিরও লড়াই। তা আরও তাৎপর্যপূর্ণ কারণ ২০২৪ সালে লোকসভা ভোট।


মেঘালয়ে কার্যত পঞ্চমুখী লড়াই হচ্ছে। ফলে জটিল হতে পারে ভোট কাটাকাটির অঙ্ক। মেঘালয়ে গত পাঁচ বছর ন্যাশানাল পিপলস পার্টি (NPP) ও বিজেপি জোট সরকার চালিয়েছিল। এবার তারা আলাদা লড়াই করছে। ৫৭টি আসনে লড়াই করছে কনরাড সাংমার নেতৃত্বাধীন এনপিপি। ৬০টি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি। সমসংখ্যক আসনে লড়ছে কংগ্রেসও। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি প্রার্থী দিয়েছে ৪৬টি আসনে। মুকুল সাংমার নেতৃত্বে সে রাজ্যে লড়ছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী দিয়েছে ৫৬টি আসনে।


নাগাল্য়ান্ডের ৬০ আসনের মধ্যে ৫৯ আসনে ভোট গ্রহণ চলছে। কারণ, আকুলুতো কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নাম প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন বিজেপি প্রার্থী কেজহিমিতো কেনিমি। সে রাজ্যে এনডিপিপিরপ সঙ্গে জোট বেঁধে লড়াই করছে বিজেপি। তবে তাঁরা ২০ আসনে প্রার্থী দিয়েছে। এদিকে ৪০ আসনে প্রার্থী দিয়েছে এনপিপি। 


সকালে নির্বাচন শান্তিপূর্ণভাবে শুরু হলেও কয়েকঘন্টার মধ্যেই উত্তপ্ত হয় পরিস্থিতি। সূত্রের খবর, নাগাল্যান্ডের এক ভোট কেন্দ্রে গুলি চলার ঘটনা ঘটেছে। তাতে কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ স্থগিত থাকলেও নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে পুনরায়।  নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা পর্যন্ত মেঘালয়ে ভোট পড়েছে ২৬.৭০ শতাংশ। অন্যদিকে ওই একই সময় পর্যন্ত নাগাল্যান্ডে ভোটদানের হার ৩৫.৭৬ শতাংশ।



আরও পড়ুন, Indian Army Agniveer Recruitment 2023: বড় বদল অগ্নিবীরের নিয়োগ-পদ্ধতিতে! জেনে নিন জরুরি সমস্ত তথ্য...


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)