জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতের বিকেল। আর পাঁচটা দিনের মতো স্বাভাবিক নিয়েমেই চলছিল সমস্ত ট্রেন। নির্ধারিত স্টেশন থেকে উঠে ছিলেন যাত্রীরা। কেউ কেউ বাড়ি ফিরছেন কাজ থেকে। কেউ যাচ্ছেন কারোর সঙ্গে দেখা করতে। কিন্তু চলত ট্রেনে এমন কিছু ঘটে যাবে কেউ ওই মুহূর্তে বুঝতে পারেনি। সম্প্রীতি মুম্বইয়ের এক লোকাল ট্রেনে ঘটে গেল তাজ্জব কাণ্ড। মহিলা কামরায় উঠে নগ্ন অবস্থায় রীতিমত ট্রেনে দাপিয়ে বেড়াতে দেখা গেল এক যুবককে। 


Naked man enters women’s compartment in CSMT-Kalyan AC local train!
byu/Maginaghat997 inIndiaSpeaks

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, গায়ে একফোটা কাপড় ছিল না। সেই অবস্থায় কামরা ভর্তি মহিলাদের মধ্যে উঠে পড়েন ওই যুবক। নগ্ন অবস্থায় গেটের সামনে দাঁড়িয়েই যাত্রীদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা গেছে তাকে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। রেল সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টে নাগাদ সিএসএমটি-কল্যাণ ফাস্ট এসি লোকালের মহিলা কামরায় নগ্ন অবস্থায় উঠে পড়ে ওই যুবক। বিষয়টি নজরে আসা মাত্রই হুড়োহুড়ি পড়ে যায়। সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয় নেটপাড়ায়। সেখানেই দেখা যাচ্ছে, দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে।  চিৎকার-চেঁচামেচি করলেও লাভ হয়নি। নিজের খেয়ালে উপরের দিকে দু’হাত তুলে অশ্লীল অঙ্গভঙ্গি সে করতে থাকে। 


আরও পড়ুন: One Nation One Election: যৌথ সংসদীয় কমিটিতে 'এক দেশ, এক ভোট' বিল, তৃণমূলের প্রতিনিধি কল্যাণ-সাকেত


এরপরই মহিলা যাত্রীরা চিৎকার শুরু করেন। পরের স্টেশনে ধাক্কা মেরে ওই যুবককে নামিয়ে দেন টিটি। কে সেই যুবক কোথা থেকে এসেছেন এইসব কিছু এখনও জানা যায়নি। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে খুঁজে বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে আরপিএফ ও জিআরপির একটি যৌথ দল। ৩২ সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো হইচই পড়ে গেছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)