নিজস্ব প্রতিবেদন: বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর রাস্তায় বসে নমাজ পড়া বন্ধ হয়ে গিয়েছে। রবিবার এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath)। একই সঙ্গে সংঘর্ষ নিয়েও সতর্ক করলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার যোগী আদিত্য়নাথ (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath) বলেন, "উত্তরপ্রদেশে বড় করে রামনবমী পালিত হয়েছে। রাজ্যের কোথাও কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি। এই প্রথম উত্তরপ্রদেশে ইদের দিন রাস্তায় বসে নমাজ পড়া হয়নি।"


একই সঙ্গে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে অভিযোগ করে বিরোধীরা, তারও জবাব দিয়েছেন যোগী। তিনি জানান, ২০১৭ থেকে উত্তরপ্রদেশে কোনও  হিংসার ঘটনা ঘটেনি। উল্টে মুজাফ্ফরনগর, মীরুট, মোরাদাবাদের হিংসার উল্লেখ করে বিরোধীদের তোপ দাগেন তিনি।    


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)