আরও ৩০টি স্মার্ট সিটির নাম ঘোষণা, তালিকায় নেই পশ্চিমবঙ্গ
আরও ৩০টি স্মার্ট সিটির নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। তালিকার একদম শীর্ষে রয়েছে কেরলের তিরুবনন্তপুরম। ২৫ জুন ২০১৫ থেকে এখনও পর্যন্ত এই নিয়ে মোট ৯০টি স্মার্ট সিটির নাম ঘোষণা করল কেন্দ্র।
ওয়েব ডেস্ক : আরও ৩০টি স্মার্ট সিটির নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। তালিকার একদম শীর্ষে রয়েছে কেরলের তিরুবনন্তপুরম। ২৫ জুন ২০১৫ থেকে এখনও পর্যন্ত এই নিয়ে মোট ৯০টি স্মার্ট সিটির নাম ঘোষণা করল কেন্দ্র।
কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, "মোট ৪০টি শূন্যস্থানের জন্য ৪৫টি শহরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। তারমধ্যে ৩০টি শহরকে বেছে নেওয়া হয়।" যদিও, এর মধ্যে পশ্চিমবঙ্গের কোনও শহর নেই। তিনি আরও জানান, নতুন এই স্মার্ট সিটিগুলির জন্য মোট বাজেট বরাদ্দ করা হয়েছে ৫৭ হাজার ৩৯৩ কোটি টাকা। যারমধ্যে এলাকার পরিকাঠামোগত উন্নয়ন খাতে বরাদ্দ ৪৬ হাজার ৮৭৯ টাকা। এবং সুশাসনের জন্য প্রযুক্তিগত উন্নয়নে বরাদ্দের পরিমাণ ১০, ৫১৪ টাকা।
একনজরে সম্পূর্ণ তালিকা-
আরও পড়ুন, বাড়ির দেওয়ালে সরকার লিখে দিচ্ছে, "আমি গরিব, সস্তায় রেশন পাই"