নিজস্ব প্রতিবেদন: ২০১৯ সালে লোকসভা ভোটের আগে স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে নিজের সরকারের কাজের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে চলতি মেয়াদে এটাই মোদীর পঞ্চম তথা শেষ ভাষণ। শেষ ভাষণে উজ্জ্বলা যোজনা, মুদ্রা যোজনা, সৌভাগ্য যোজনার মতো প্রকল্পের কথা তুলে ধরলেন মোদী। একইসঙ্গে বিঁধলেন ইউপিএ সরকারকে। প্রধানমন্ত্রীর দাবি, গত ৪ বছরের উন্নয়ন কাজের গতি বেড়েছে।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নরেন্দ্র মোদী বলেন, ''আকাশ, সমুদ্র, সরকারি অফিস ও দেশ একই আছে, অথচ গত ৪ বছরে দেশ নতুন উদ্যমে এগিয়ে চলছে। এর ফলে দ্বিগুণ সড়ক নির্মাণ, রেকর্ড ফসল উত্পাদন ও মোবাইল ফোন উত্পাদনের সংখ্যাও বেড়ে দিয়েছে''।


প্রধানমন্ত্রী বলেন,''১৩ কোটি টাকা মুদ্রা ঋণ দেওয়া হয়েছে। তার মধ্যে ৪ কোটি ঋণ নিয়েছেন প্রথমবারের ঋণগ্রহীতারা। বদলে যাওয়ার পরিবেশের একটা আদর্শ উদাহরণ। ডিজিটাল ইন্ডিয়ায় ৩ লক্ষ গ্রামে শুরু হয়েছে কমন সার্ভিস সেন্টার। সেখানে কাজ পেয়েছেন প্রচুর যুবকযুবতীরা''।  


স্বচ্ছ ভারত প্রকল্পের কথা তুলে মোদী বলেন,''যখন স্বাধীনতা দিবসের মঞ্চে যখন স্বচ্ছ ভারতের কথা বলেছিলেন, অনেকে বলেছিলেন, এত তুচ্ছ বিষয় নিয়ে বলছেন প্রধানমন্ত্রী। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছ, স্বচ্ছতার জন্য ৩ কোটি মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেন''।  


তাত্ক্ষণিক তিন তালাক প্রথা বন্ধের কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, ''তিন তালাকের জেরে দুর্ভোগের জীবন কাটাতে বাধ্য হন মুসলিম মহিলারা। লোকসভায় আমরা বিলটি এনেছি। কিছু মানুষ বিলটি পাশ করাতে চান না। তবে মুসলিম বোনদের বলতে চাই, আমাদের সরকার তাঁদের ক্ষমতায়ন করবেই''।   


আরও পড়ুন- ৫০ কোটি দেশবাসীর জন্য স্বাস্থ্য বিমা প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর