জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাক্ষাদ্বীপে তাঁর দুদিনের সফরের সময় একটি রোমাঞ্চকর কাজ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপের স্ফটিক-স্বচ্ছ জলে স্নরকেলিং করেছেন এবং দেশের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলি ক্যাপচার করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রী মোদীর স্নরকেলিং অভিযান


PM মোদী তাঁর স্নরকেলিং করার অভিজ্ঞতাকে একটি ‘উচ্ছ্বাসজনক এবং অসাধারণ দুঃসাহসিক কাজ’ বলে অভিহিত করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর মাধ্যমে, তিনি অত্যাশ্চর্য ভিজ্যুয়াল শেয়ার করেছেন। এই ছবি দেশের মানুষকে লাক্ষাদ্বীপের জলের নিচে থাকা আশ্চর্যের আভাস দিয়েছে।


 



লাক্ষাদ্বীপ ভ্রমণ: বিস্ময়-অনুপ্রেরণামূলক দ্বীপপুঞ্জ এবং উষ্ণ আতিথেয়তা


তার সফরের সময়, প্রধানমন্ত্রী মোদী লাক্ষাদ্বীপের দ্বীপগুলির সৌন্দর্য এবং সেখানকার মানুষের উষ্ণতা দেখে বিস্মিত হয়েছিলেন। আগাট্টি, বাঙ্গারাম এবং কাভারত্তিতে স্থানীয়দের সঙ্গে আলাপচারিতা করে, তিনি তাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।


আরও পড়ুন: Ramnani Tribe: দেশে রয়েছে এমন এক জনগোষ্ঠী যাদের সারা শরীরে থাকে রাম নামের উল্কি....


ভবিষ্যৎ পরিকাঠামো, উন্নত স্বাস্থ্যসেবা, দ্রুত ইন্টারনেট এবং বিশুদ্ধ পানীয় জলের অ্যাক্সেসের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে ব্যাপক উন্নয়নের মাধ্যমে জীবনকে উন্নত করার জন্য সরকারের প্রতিশ্রুতির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তাঁর উদ্বোধন করা প্রকল্পগুলো এই অঙ্গীকার প্রদর্শন করে।


প্রশান্তি এবং প্রতিফলন: প্রধানমন্ত্রী মোদীর সমুদ্র সৈকতে হাঁটা


একটি কালো কুর্তা এবং সাদা চপ্পল পরে, প্রধানমন্ত্রী মোদীকে সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি করেতে দেখা গিয়েছে। লাক্ষাদ্বীপের প্রশান্তি সহ প্রাকৃতিক সৌন্দর্য তাঁকে ১৪০ কোটি ভারতীয়দের কল্যাণে আরও কঠোর পরিশ্রম করার উপায়গুলির দিকে প্রতিফলন করার জন্য একটি সুযোগ দিয়েছে।


 



মর্নিং ব্লিস: প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপের সকালের এক ঝলক


প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপ যে মন্ত্রমুগ্ধ প্রশান্তির মাঝে সৈকত বরাবর তার সকালের হাঁটার ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলি দ্বীপগুলির প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরেছে।


এই রোমাঞ্চকর দুঃসাহসিক কাজে, প্রধানমন্ত্রী মোদী শুধুমাত্র লাক্ষাদ্বীপের জলের নিচের বিস্ময়গুলিই অন্বেষণ করেননি পাশাপাশি উন্নয়ন এবং ভারতীয় জনগণের কল্যাণে তাঁর প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করেছেন।


আরও পড়ুন: Bharat Nyay Yatra | Rahul Gandhi : ভারত জোড়ো ন্যায় যাত্রায় ৫ দিন বাংলায় রাহুল, উভয় সংকটে তৃণমূল!


স্নরকেলিং-এর এই উদ্যোগটি ২০১৯-এর পরে ফের দেখা গিয়েছে। সেই সময়ে বিয়ার গ্রিলসের সঙ্গে 'ম্যান ভারসেস ওয়াইল্ড' শো চলাকালীন প্রধানমন্ত্রী মোদীর দুঃসাহসিক দিক প্রত্যক্ষ করেছিল গোটা বিশ্ব।


স্নরকেলিং অভিযানটি প্রধানমন্ত্রী মোদীর দুঃসাহসিক প্রচেষ্টায় আরেকটি অধ্যায় যোগ করেছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)