এনডিএ-এর সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী
বিজেপি-র সর্বভারতীয় সভাপতি আমিত শাহ নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব দেন। তারপরেই সকলেই মোদীকে সমর্থন করেন।
নিজস্ব প্রতিবেদন : শনিবার সংসদের সেন্ট্রাল হলে হাজির ছিল বিজেপি সহ এনডিএ-র সব শরিক দল। সেখানেই এনডিএ-এর সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হল নরেন্দ্র মোদীকে। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি আমিত শাহ নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব দেন। তারপরেই সকলেই মোদীকে সমর্থন করেন।
নরেন্দ্র মোদীকে এনডিএ-র সংসদীয় দলের নেতা নির্বাচিত করার পর তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান বিজেপি ও অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ। একে একে অভিনন্দন জানান প্রকাশ সিং বাদল থেকে শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে, বিজেপি নেত্রী সুষমা স্বরাজ, নীতিন গড়কড়ি।
লোকসভা ভোটে এনডিএ পেয়েছে ৩৪৯ টি আসন। বিজেপি একাই পেয়েছে ৩০০-র বেশি আসন। এদিন এনডিএ-এর বৈঠকে হাজির ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা মুরলীমনোহর জোশী এবং লালকৃষ্ণ আডবাণী। বৈঠকে লালকৃষ্ণ আডবাণীর কাছ থেকে আশীর্বাদও নেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন - দেশ জিতেই নজর বাংলায়, আজ রাজ্যের বিজেপির সাংসদের সঙ্গে আলাদা বৈঠক করবেন শাহ