আদিবাসী মহিলাকে জুতো পরিয়ে দিলেন মোদী, দেখুন ভিডিও
প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ছত্তিসগঢ়ের বীজাপুরে নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: আদিবাসী মহিলাকে নিজের হাতে জুতো উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, জুতো পরিয়েও দিলেন তিনি। শনিবার ছত্তিসগঢ়ের বীজাপুরে চরণ-পাদুকা প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে কেন্দু পাতা সংগ্রহকারীদের জুতো দেবে রাজ্য সরকার।
এদিন চরণ-পাদুকা প্রকল্পে উদ্বোধনে কয়েকজন আদিবাসীকে দেওয়া হয় জুতো। নিজের হাতে এক আদিবাসী মহিলাকে জুতো পরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এই এলাকায় গিয়েছেন নরেন্দ্র মোদী। সেখানে মোদী বলেন, ''ভীমরাও আম্বেদকরের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমি বীজাপুরে এসেছি। এখানকার প্রশাসন ও মানুষকে বলতে চাই, ভারত সরকার আপনাদের সবরকম সহযোগিতায় বদ্ধপরিকর।''
চলতি বছরের শেষ দিকে ছত্তিসগঢ়ে বিধানসভার নির্বাচন। এনিয়ে চতুর্থবার সে রাজ্যে গেলেন প্রধানমন্ত্রী। শনিবার বীজাপুরে আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বস্তার জেলায় ইন্টারনেট পরিষেবা প্রদান প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের সূচনাও করেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন- পঞ্জাবি গায়ককে লক্ষ্য করে গুলি, ফেসবুকে দায় স্বীকার গ্যাংস্টারের