নিজস্ব প্রতিবেদন : 'বিরোধীরা সবকিছুতেই এখন শুধু মোদী, মোদী করেন। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে, তাদের ঘরের অন্দরের সমস্যাও যেন মোদীর জন্যই হচ্ছে। তবে এর পিছনে আসল কারণটা হচ্ছে, নোট বাতিলের পর ৫৭ হাজার কোটির কালো টাকা তাদের পকেটে ঢোকা বন্ধ হয়ে গিয়েছে। হিমাচল প্রদেশের উনাতে রবিবার এক নির্বাচনী জনসভায় এভাবেই বিরোধীদের আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ''বিরোধী শিবিরে কারও কারও আঁতে ঘা লেগেছে নোট বাতিলের ফলে। তাই আজ তাঁরা আমায় আক্রমণ করে বেড়াচ্ছেন।''  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৯ নভেম্বর হিমাচল প্রদেশে নির্বাচন। তার আগে সেখানে শেষ পর্যায়ের প্রচারে নেমেছে বিজেপি, কংগ্রেস সহ প্রথম সারির প্রতিটি রাজনৈতিক দলই। একদিকে যেমন বিজেপি এই রাজ্যকে নিজেদের দখলে আনার চেষ্টাতে মরিয়া, তেমনই কংগ্রেস ঘর হারানোর ভয়ে কিছুটা হলেও আতঙ্কিত। এই পরিস্থিতিতে উনার জনসভায় মোদী বলেন, "হিমাচলে নির্বাচন একতরফা হতে চলেছে।" উত্তর প্রদেশের মতো এখানের ফলও কার্যত বিরোধীশূন্য হতে চলেছে বলে দাবি প্রধানমন্ত্রীর।


গত সাড়ে তিন বছরে কেন্দ্রীয় সরকারের একের পর এক কাজের খতিয়ান তুলে ধরেন মোদী। সঙ্গে ছিল নোট বাতিল থেকে জিএসটি।


আরও পড়ুন- ‘পাকিস্তান নয় বাংলাদেশিদের না ঠেকালে বিপদে পড়তে হবে ভারতকে’