ওয়েব ডেস্ক : নোট বাতিলের পক্ষে জোরাল সওয়াল করলেন প্রধানমন্ত্রী। সরাসরি তাঁর মন্তব্য, সরকারের প্রস্তুতি নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের উদ্দেশ্য অন্য। ৭২ ঘণ্টা সময় পেলে তাঁরা ধন্য ধন্য করতেন। তাঁর কটাক্ষ, সমালোচকদের আসল সমস্যা তাঁরা নিজেরা যথেষ্ঠ সময় পাননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নোট বাতিল ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে জবাব দিল কেন্দ্র


এদিকে, বিরোধীদের অপমাণ করেছেন প্রধানমন্ত্রী। সংসদে এসে তাঁকে ক্ষমা চাইতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর একসুরে এমনই দাবি তুলল বিরোধীরা। তাদের অভিযোগ, নোট বাতিল ইস্যুতে বিরোধীদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন মোদী। আর তাই বাইরে থেকে এসব বলে অপমাণ করছেন।


৮ই নভেম্বর দেশজুড়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপর থেকে বিরোধীরা সেই দিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে।