নিজস্ব প্রতিবেদন: দলিত বিক্ষোভের মাঝে বি আর আম্বেদকরকে স্মরণ করালেন নরেন্দ্র মোদী। মনে করিয়ে দিলেন, তাঁর সরকারের মতো আর কেউ আম্বেদকরকে সম্মান দেয়নি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েস্টার্ন কোর্টের অ্যানেক্স বিল্ডিংয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ''আম্বেদকরের দেখানো পথে হাঁটছি আমরা। সম্প্রীতি ও একতাই ওনার আদর্শ। গরিব মানুষদের জন্য কাজ করে যাচ্ছে সরকার।'' 



তপশিলী জাতি-উপজাতি আইন নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশের প্রতিবাদে সোমবার দেশে বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখান দলিতরা। বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটে। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বুধবার বলেন, ''আমাদের সরকারে আম্বেদকরকে যে সম্মান দিয়েছে, সম্ভবত আরও কোনও সরকার দেয়নি। তাঁকে রাজনীতিতে না টেনে ওনার দেখানো পথে চলা উচিত।'' এদিন প্রধানমন্ত্রী আম্বেদকরকে স্মরণ করে কংগ্রেসকেই বার্তা দিলেন বলে মত রাজনৈতিক মহলের  একাংশের।   



তপশিলী জাতি-উপজাতি আইনে স্থগিতাদেশের আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট। কেন্দ্র জানায়, আইন বদলে সরকারের কোনও হাত নেই। পিছিয়ে পড়াদের স্বার্থে কাজ করতে দায়বদ্ধ সরকার।