PM Modi Swearing in Ceremony: শপথ নিয়ে নেহরুকে ছুঁলেন মোদী, মন্ত্রী হলেন সুকান্ত-শান্তনু, দেখে নিন মন্ত্রীদের তালিকা
PM Modi Swearing in Ceremony: মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে আনা হয়েছে শিবরাজ সিং চৌহান, জে পি নাড্ডা, মনোহরলাল খট্টর, জিতনরাম মাঝিকে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে তিনি জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁয়ে ফেললেন। নরেন্দ্র মোদীর সঙ্গে শপথ নিলেন মোট ৭২ জন মন্ত্রী। নতুন মন্ত্রিসভায় যেমন পুরনো মন্ত্রীরা রয়েছে তেমনি বেশ কয়েকজন নতুন মুখকে আনা হয়েছে। মন্ত্রী করা হয়েছে জে পি নাড্ডা, এইচ ডি কুমারস্বামীকে। বাংলা থেকে প্রতিমন্ত্রী করা হয়েছে শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারকে।
আরও পড়ুন-৮০০০ অতিথি, মোদীদের পাতে দম বিরিয়ানি থেকে শুরু করে পুর ভরা লিচু...
পুরনো যারা মন্ত্রী থেকে গেলেন তাদের মধ্যে রয়েছেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরি, নির্মলা সীতারমন, এস জয়শঙ্কর, পীয়ূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈঠষ্ণবরা। অন্যদিকে মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে আনা হয়েছে শিবরাজ সিং চৌহান, জে পি নাড্ডা, মনোহরলাল খট্টর, জিতনরাম মাঝিকে।
দেখে নিন কার হলেন পূর্ণ মন্ত্রী, কারা হলেন প্রতিমন্ত্রী
নরেন্দ্র দামোদর দাস মোদী(প্রধানমন্ত্রী)
রাজনাথ সিং।
অমিত শাহ।
নীতিন গড়করি।
জে পি নাড্ডা। তিনি এতদিন বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ সামলেছেন।
শিবরাজ সিং চৌহান। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন শিবরাজ।
নির্মলা সীতারামন। এতদিন তিনি দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
এস জয়শঙ্কর। গত সরকারে তিনি বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন।
মনোহরলাল খট্টর। হরিয়ানা থেকে এবার একেবারে কেন্দ্রীয় মন্ত্রী।
এইচ ডি কুমারস্বামী। একসময় ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।
পীযূষ গোয়েল। একসময় রেলমন্ত্রী ছিলেন।
শ্রী ধর্মেন্দ্র প্রধান । তিনি গত সরকারের আমলে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
জিতন রাম মাঝি। বিহারে তিনি হাম দলের প্রতিষ্ঠাতা।
রাজীব রঞ্জন সিং।
সর্বানন্দ সোনওয়াল।
বীরেন্দ্র কুমার।
কেঞ্জুরাপ্পু রামমোহন নাইডু।
প্রহ্লাদ যোশী।
জুয়েল রাম।
গিরিরাজ সিং।
অশ্বিনী বৈষ্ণব। বিগত সরকারের আমলে রেলমন্ত্রী ছিলেন বৈষ্ণব।
জ্য়োতিরাদিত্য মাধব রাও সিন্ধিয়া।
ভূপেন্দ্র যাদব।
গজেন্দ্র সিং শেখাওয়াত।
অন্নপূর্ণা দেবী।
কিরেন রিজিজু।
হরদীপ সিং পুরী। একসময় অসমারিক বিমান পরিবহণ মন্ত্রী ছিলেন।
মনসুখ মান্ডবীয়। গত সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন।
জি কিষেন রেড্ডি।
চিরাগ পাসোয়ান। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের পুত্র।
সি আর পাটিল।
রাও ইন্দিরজিত্ সিং।
জিতেন্দ্র সিং।
অর্জুন রাম মেঘওয়াল।
প্রতাপ রাও গণপত রাও যাদব।
শ্রী জয়ন্ত চৌধুরী।
জিতিন প্রসাদ।
প্রতিমন্ত্রী
শ্রীপদ যশো নাইক।
পঙ্কজ চৌধুরী।
কৃষণ পাল
রামদাস পাঠাওলে।
রামনাথ ঠাকুর।
নিত্যানন্দ রায়।
অনুপ্রিয়া প্যাটেল।
ভি সোমান্না ।
চন্দ্রশেখর প্রেমাস্বামী।
এস সি সিং বাঘেল।
শোভা করণ লাজে।
কীর্তি বর্ধন সিং।
বি এল বর্মা।
শান্তনু ঠাকুর। গত মন্ত্রিসভায় তিনি জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন।
সুরেশ গোপী।
এল মুরুগন।
অজয় টামটা।
বন্ডি সঞ্জয় কুমার।
কমলেশ পাসোয়ান।
ভারীরথ চৌধুরী।
সতীশ চন্দ্র দুবে।
সঞ্জয় শেঠ।
রবনীত সিং।
দুর্গাদাস উইকে
শ্রীমতী রক্ষা নিখিল খাড়সে।
সুকান্ত মজুমদার।
শ্রীমতি সাবিত্রী ঠাকুর।
তোখন সাহু।
রাজ ভূষণ চৌধুরী।
ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা।
হর্ষ মালহোত্রা।
শ্রীমতা নিমুবেন বাবড়িয়া।
মুরলীধর মোহল।
জর্জ কুরিয়েন।
পবিত্র মার্গারিটা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)