ওয়েব ডেস্ক : বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যাটু করা। সেই সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ছবিও। আর তাই নাকি তাঁকে চাকরির পরীক্ষাতে অযোগ্য ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ছাত্রকে গণধর্ষণের অভিযোগ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে


মধ্যপ্রদেশের তিকামরাম জেলার বাসিন্দা সৌরভ বিলগাইয়া। ২৩ বছরের এই যুবক ভারতীয় সেনাবাহিনীতে পরীক্ষার দিতে গিয়েছিলেন। তাঁর অভিযোগ সেখানেই তাঁকে ওই ট্যাটু দেখার পর অযোগ্য বলে ঘোষণা করা হয়। পরে ওই যুবক সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, একবার বা দু'বার নয়, টানা পাঁচবার তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করেও বিফল হয়েছেন। সৌজন্যে তাঁর ওই ট্যাটু।


বিলগাইয়া জানিয়েছেন, পরীক্ষার ক্যাম্পে ১৬ কিলোমিটার দৌড়ের পর তাঁকে বুকের মাপ নেওয়ার জন্য জামা খুলতে বলা হয়। আর সেই সময়ই ওই ট্যাটু দেখেই তাঁকে খারিজ করা হয়।