গল্প শুনিয়ে সাংসদদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী
অগ্নিপরীক্ষায় বসার আগে দলকে গুছিয়ে নিতে চাইছেন মোদী।
নিজস্ব প্রতিবেদন: আর কয়েক মাস পরেই লোকসভার ভোট। বড় পরীক্ষার মুখে বসবেন নরেন্দ্র মোদী। তার আগে দলকে গুছিয়ে নিতে চাইছেন প্রধানমন্ত্রী। গল্পের ছলে সবার দায়িত্ব মনে করিয়ে দিলেন তিনি।
সাংসদদের নিয়ে বৈঠকে মোদী হঠাত্ গল্প বলতে শুরু করেন। তিনি বলেন, ''নবরাত্রির উপবাসের পর এক ব্যক্তি গোটা গ্রামকে ভোজনে আমন্ত্রণ জানিয়েছিলেন। গ্রামবাসীরা এসে সব খাবার খেয়ে নিয়ে চলে গেল।''
কী বলতে চাইলেন মোদী? আসলে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, একজন পরিশ্রম করবে আর বাকিরা বসে বসে ক্ষীর খাবে, তা হতে পারে না। সবাই মিলে কাজ করতে হবে। এক বিজেপি নেতার কথায়,'' প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন, কঠোর পরিশ্রম করে মানুষের কাছে পৌঁছতে হবে। মধ্যবিত্ত ও কৃষকদের জন্যে বাজেটে কী রয়েছে, তা সাধারণ মানুষকে জানাতে হবে।''
আরও পড়ুন- হার্দিককে তৃণমূলে যোগদানের প্রস্তাব মমতার