নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ড সফরেও কর্ণাটকের ভোট রাজনীতি থেকে দূরে থাকতে পারলেন না প্রধানমন্ত্রী। লিঙ্গায়েত ও বীরশৈবদের ধর্মগুরু দ্বাদশ শতকের সন্ন্যাসী বাসবেশ্বরের জন্মদিনে লন্ডনে তাঁর আবক্ষমূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করেন মোদী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লন্ডনের আলবার্ট এমব্যাঙ্কমেন্ট গার্ডেনে বাসবেশ্বরের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। আজই কর্ণাটকে ভোটপ্রচারে গিয়ে লিঙ্গায়েত ধর্মগুরুকে শ্রদ্ধা জানান অমিত শাহ। এমনকি টুইট করেছেন রাহুল গান্ধীও। 




কর্ণাটকে লিঙ্গায়েতদের আলাদা ধর্মের মর্যাদা দিয়েছে সিদ্দারামাইয়া সরকার। বিজেপির দাবি, ভোটের স্বার্থেই বিভাজনের রাজনীতি করছে কংগ্রেস। কর্ণাটকে লিঙ্গায়েত ও বীরশৈবদের ভোট সাধারণত বিজেপির বাক্সেই পড়ে। তবে এবার লিঙ্গায়েতদের আলাদা ধর্মের স্বীকৃতি দিয়ে খেলা ঘুরিয়ে দিয়েছে কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, কর্ণাটকের উত্তাপ টের পাচ্ছেন প্রধানমন্ত্রী। এমনিতেই ধর্ষণ, দলিত বিক্ষোভের মতো ঘটনাগুলি অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে। সে কারণে লন্ডনেও রাজনীতি থেকে দূরে থাকতে পারলেন না প্রধানমন্ত্রী।


আরও পড়ুন- মহিলা সাংবাদিকের গালে স্পর্শ তামিলনাড়ুর রাজ্যপালের, চাইলেন ক্ষমা