নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় সফল দেশ। ঘুরে দাঁড়াবে অর্থনীতিও। সরকারের বর্ষ-পূর্তিতে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে,পরিযায়ী শ্রমিকদের চরম দুর্দশার কথা মেনে নিয়েছেন তিনি। আমফান বিধ্বস্ত বাংলার কথাও উঠে এসেছে মোদীর ভাষণে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ। তিনি নিজে এসে দেখে গিয়েছেন পরিস্থিতি। এবার সরকারের বর্ষপূর্তিতে দেশবাসীকে লেখা খোলা চিঠিতেও এ ঝড়ের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। মোদী লিখেছেন, ''পশ্চিমবঙ্গ এবং ওড়িসার নানা জায়গায় ধ্বংসলীলা চালিয়েছে ঘূর্ণিঝড়। দুই রাজ্যের মানুষ যে সহনশীলতা দেখিয়েছেন, তা শিক্ষণীয়। তাঁদের সাহস, দেশবাসীকে অনুপ্রেরণা দিচ্ছে।'' আগামী সপ্তাহেই বাংলায় কেন্দ্রীয় দল আসার কথা। তাদের রিপোর্টের ভিত্তিতেই ঠিক হবে কেন্দ্রীয় সাহায্যের পরিমাণ। তার আগে প্রধানমন্ত্রীর এই লেখা তাত্‍পর্যপূর্ণ বলেই ভাবছে, সংশ্লিষ্ট মহল। সরকারের ১ বছরে এদিন করোনা মোকাবিলায় দেশ সফল বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তবে, সমালোচনার মুখে মেনে নেন পরিযায়ী শ্রমিকদের চরম দুরবস্থার কথা।



অর্থনীতি বেহাল। উন্নত দেশগুলিও মাথা তুলতে পারছে না। প্রধানমন্ত্রীর অবশ্য দাবি ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজেই উঠে দাঁড়াবে আত্মনির্ভর ভারত। ৪র্থ দফা লকডাউনে শেষ লগ্নে করোনার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য দেশবাসীকে তৈরি থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।



আক্রান্তের সংখ্যায় প্রথম দশে চলে এলেও, অনেক উন্নত দেশের চেয়ে ভারতের অবস্থা ভালো। তাই, সরকারের বর্ষপূর্তিতে গেরুয়া শিবিরের প্রচারের অস্ত্র করোনা মোকাবিলায় মোদী সরকারের সাফল্য। আর বিরোধীরা মনে করিয়ে দিচ্ছেন চার দফা লকডাউনের পরও দেশে রোজ হুহু করে বাড়ছে রোগীর সংখ্যা।   


আরও পড়ুন- Modi 2.0-র প্রথম বছরের সাফল্যের খতিয়ানে শুরুতেই নমোর মুখে 'হিন্দুত্ব'