রাম রহিমের প্রশংসা করে প্রধানমন্ত্রীর পুরনো ট্যুইট ভাইরাল
ওয়েব ডেস্ক: ডেরা সচ্চা সওদা প্রধান রাম রহিম সিং ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর অগ্নিগর্ভ পঞ্জাব ও হরিয়ানার বড় অংশ। রাম রহিম ভক্তদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে পুলিশের। ঘটেছে প্রাণহানির ঘটনাও। এমন সময়েই ভাইরাল হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুরনো ট্যুইট। ওই ট্যুইটে রাম রহিমের প্রশংসা করেছেন মোদী।
রাম রহিমকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত। এর পাশাপাশি একাধিক অভিযোগ রয়েছে এই ধর্মগুরুর বিরুদ্ধে। সেই ধর্মগুরুর প্রশংসা করে ২০১৪ সালের ২৯ অক্টোবর ট্যুইট করেছেন নরেন্দ্র মোদী। তিনি লিখেছিলেন,"বাবা রাম রহিম ও তাঁর দল প্রশংসাযোগ্য কাজ করেছেন। গোটা দেশজুড়ে মানুষকে স্বচ্ছ ভারতে উৎসাহ দেবে।"
প্রসঙ্গত হরিয়ানায় বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন দিয়েছিলেন রাম রহিম।
আরও পড়ুন, রাম রহিম ভক্তদের তাণ্ডবে অগ্নিগর্ভ পঞ্জাব-হরিয়ানা; নিহত কমপক্ষে ২৮, নামল সেনা