নিজস্ব প্রতিবেদন: আমাদের প্রত্যেকের জীবনেই বিশেষ কিছু মানুষ থাকেন। তাঁরা আমাদের পরিবারের নন, কিন্তু তাঁরা আমাদের মনের খুব কাছের। এঁদের আমরা বন্ধু বলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জুনের ৮ তারিখে উদযাপিত 'ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে'তে এই বন্ধুদের সঙ্গে সম্পর্ক উদযাপনের দিন। যদিও দিনটি মার্কিন দেশ জুড়ে ব্যাপক ভাবে উদযাপিত হয়, কিন্তু তার মানে এই নয় যে, অন্য কোনও দেশ এটা পালন করতে পারবে না। চাইলে আজ আপনিও আপনার কোনও প্রিয় বন্ধুতে এদিনের শুভেচ্ছে জানাতে পারেন। 


১৯৩৫ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে দিনটির উদযাপন শুরু হয়। 


এই দিনটিতে অনেক বন্ধুর ভিড়ে হারিয়ে যাওয়া কিছু নির্বাচিত বন্ধুদের শুভেচ্ছা জানানোর দিন, তাঁদের প্রতি ভালোবাসা প্রকাশের দিন। তাঁদের উপহারও দেওয়া চলে। এই সব দিনের উদযাপন বন্ধুত্বের সম্পর্ককে আরও জোরদার আরও সংহত ও গভীর করে তোলে।    


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: North Bengal Tourism: ধস এড়িয়ে দার্জিলিং-সিকিম যেতে চান ঘোর বর্ষাতেও? জেনে নিন অল্টারনেটিভ রুট, খরচও