নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ভোট পরবর্তী অশান্তির তদন্তে এবার সাত সদস্যের কমিটি গঠন করল জাতীয় মানবাধিকার কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই কমিটি গঠিত হল। যাতে রয়েছেন কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, এই কমিটিকে নেতৃত্ব দেবেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য রাজীব জৈন। এছাড়া কমিটিতে রয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ, জাতীয় মহিলা কমিশনের সদস্য রাজুলবেন দেশাই, জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তকারী অফিসার সন্তোষ মেহরা এবং মঞ্জিল সাইনি। রাজ্য থেকে কমিটিতে রয়েছেন রাজ্য মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার প্রদীপ কুমার পাঁজা ও রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির সদস্য রাজু মুখোপাধ্যায়।


আরও পড়ুন: উত্তরপ্রদেশে জাল বিছিয়েছে ধর্মান্তরণ ব়্যাকেট, ATS-এর হাতে গ্রেফতার ২


আরও পড়ুন: নিলামে উঠছে Air Indiaর সম্পত্তি, বেসরকারিকরণ করে ৩০০ কোটি আয়ের ভাবনা


অন্যদিকে, ভোট-পরবর্তী সন্ত্রাস মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে রাজ্যের অস্বস্তি বেড়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকেই ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত ভার দিয়েছে আদালত। একই সঙ্গে খারিজ করে দিয়েছে পুনর্বিবেচনার আর্জি। পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ।