নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলতে গিয়ে বিপাকে কংগ্রেস নেতা নভজ্যোত্ সিং সিধু। রাজ্যের বিদ্যুত্ বিভ্রাট নিয়ে শুক্রবার বেশ কয়েকটি টুইট করেন কংগ্রেস নেতা নভজ্যোত্ সিং সিধু। সেই সামালোচনই এখন উল্টে বিপদ ডেকে এনেছে সিধুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বাঁকুড়ায় ভ্যাকসিনেশন ক্যাম্পে বিশঙ্খলা, পুলিসের সঙ্গে ধস্তাধস্তি টিকাপ্রার্থীদের  


রাজ্যের বিদ্যুত্ সঙ্কট নিয়ে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে তোপ দাগতেই ভাইরাল হয়ে গিয়েছে সিধুর(Navjot Singh Sidhu) বকেয়া বিদ্যুত্ বিল। তা নিয়েই এবার সুর চড়িয়েছে শিরোমনি অকালি দল(SAD)। দলের তরফে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এক টুইট করে বলা হয়েছে, 'ক্যাপ্টেন সাহেব, বিদ্যুত্ সরবারহ নিয়ে রাজ্যের মানুষকে বিড়ম্বনায় ফেলার পরও যদি হাতে সময় থাকে তাহলে খবর নিয়ে দেখুন আপনার মন্ত্রীই কয়েক লাখ টাকা বিদ্যুত্ বিল বাকী রেখেছেন।'


উল্লেখ্য, কংগ্রেস নেতা সিধুর অমৃতসরের বাড়িতে বিদ্যুত্ বিল বাকী ছিল ১৭ লাখ টাকা। সম্প্রতি ১০ লাখ টিকা মিটিয়েছেন সিধু। তার পরেও এখনওপর্যন্ত বাকী পড়ছে ৮,৬৭,৫৪০ টাকা। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় সিধুকে নিশানা করেছেন নেটিজেনরাও।


আরও পড়ুন-স্বাস্থ্যকর্মীরা ঠায় দাঁড়িয়ে, মহিলাকে নিজেই টিকা দিয়ে দিলেন আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র


প্রসঙ্গত, রাজ্যে বিদ্যুতের আকাল এমনই যে বৃহস্পতিবার রাজ্য সরকারের দফতরগুলি খোলা রাখার সময় কমিয়ে দিয়েছে সরকার। খোদ মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংই রয়েছেন বিদ্যুত্ দফতরের দায়িত্বে। ফলে সব ঝড় গিয়ে পড়েছে তাঁর উপরেই। তার উপরে সরকারে থেকেই অমরিন্দরের একের পর এক সমালোচনা করে চলেছেন প্রাক্তন ক্রিকেটার।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)