নিজস্ব প্রতিবেদন: ইমরানের আমন্ত্রণে ফের পাকিস্তান যাচ্ছেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতবার গিয়েছিলেন ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে। আর এবার যাচ্ছেন করতারপুর করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে। খোদ ইমরান খান তাঁকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন বলে দাবি করেছেন সিধু। ফলে ফের একটা বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।


আরও পড়ুন-বন্ধুর হাতে খুন যুবক, তিন দিন পর উদ্ধার হল দেহ


পাকিস্তানে গুরু নানকের জন্মস্থানে শিখ পুণ্যার্থীদের যাওয়ার জন্য করতারপুর করিডোর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। সেই করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আগামী ২৮ নভেম্বর। অনুষ্টানে থাকবেন ইমরান খান। পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি ওই অনুষ্ঠানে সিধুকে আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছেন।


গত অগাস্ট মাসে ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে বিতর্কের ঝড় তুলেছিলেন নভজ্যোত সিং সিধু। সেবার তিনি পাক সেনারপ্রধান কামর বাজওয়াকে জড়িয়ে ধরেন। এনিয়ে সিধুর মুন্ডুপাত করা হয়ে বিভিন্ন মহল থেকে। কিন্তু সিধু সেবারই বলেছিলেন নানকানা সাহেবে যাওয়ার জন্য করতারপুর করিডোর খুলে দেওয়ার অনুরোধ করেছিলেন ইমরানকে। তাতে রাজি হয়েছেন তিনি। তাতেই তিনি বাজওয়াকে জড়িয়ে ধরেন।


আরও পড়ুন-কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ, ফের সরব হলেন প্রণব মুখোপাধ্যায়


করতারপর করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া প্রসঙ্গে সিধু বলেন, দুদেশের মধ্যে সুসম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাবা নানকের। দুপারে মানুষের প্রার্থণা এতদিনে পূরণ হয়েছে। তিন মাস আগে এর জন্য কাজ  শুরু হয়েছিল। বন্ধু ইমরান আমাকে আমন্ত্রণ করেছেন। আমি নিশ্চয় যাব।