ওয়েব ডেস্ক:  লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়েছেন । এই 'অপরাধে' এক নাবিককে বরখাস্ত করল ভারতীয় নৌ সেনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ৭ বছর আগে মণীশ গিরি নামে ওই ব্যক্তি নাবিক হিসাবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। নৌবাহিনী সূত্রের খবর, পরে তিনি চুল বাড়াতে শুরু করে, শাড়ি পরতে থাকেন নিজের নামও পরিবর্তন করে সাবি রাখেন। নৌ বাহিনীর দাবি, মণীশকে একজন পুরুষ হিসাবে নাবিক পদে নিযুক্ত করেছিল তারা, কিন্তু এখন লিঙ্গ পরিবর্তন করে নিয়ম লঙ্ঘন করেছেন মণীশ।


মণীশ ওরফে সাবি জানিয়েছেন, তিনি নিজেকে মেয়ে বলেই মনে করেন। পুরুষ হিসাবে তাঁকে মনে করতে বাধ্য করা হলে, সেটা অধিকার হনন করা হয়ে থাকবে। ৬ মাস তাঁকে সাইক্রিয়াটিক ওয়ার্ডে রেখেছিল নৌবাহিনী, তারপরই বরখাস্তের সিদ্ধা্ন্ত।


মণীশ বিবাহিত, তাঁর এক সন্তানও রয়েছে। এমতাবস্থায় তাঁর চাকরি চলে যাওয়ায় তিনি বিপদে পড়েছেন। চাকরিজীবনের ১৫ বছর না হওয়ায় তিনি পেনশনও পাবেন না। বিচার চেয়ে লড়াইয়ের পথেই হাঁটবেন মণীশ ওরফে সাবি। ভারতীয় নৌবাহিনীতে এই ধরনের ঘটনা প্রথম।