সংসদের বিরোধী ঐক্য রাইসিনায় উধাও
সংসদের বিরোধী ঐক্য রাইসিনা হিলসে পৌছতে পৌছতেই উধাও। রাষ্ট্রপতির দরবারে অধিকাংশ বন্ধুকেই পাশে পেলেন না সোনিয়া গান্ধী।
ওয়েব ডেস্ক: সংসদের বিরোধী ঐক্য রাইসিনা হিলসে পৌছতে পৌছতেই উধাও। রাষ্ট্রপতির দরবারে অধিকাংশ বন্ধুকেই পাশে পেলেন না সোনিয়া গান্ধী।
প্রধানমন্ত্রীর কাছে দাবি পেশ। রাষ্ট্রপতির দরবারে নালিশ। কংগ্রেসের জোড়া কৌশল। প্রথমটির নেতৃত্বে রাহুল। দ্বিতীয়টিতে সোনিয়া। কিন্তু, প্রথম কর্মসূচির কারণে ঘেঁটে গেল দ্বিতীয়টি। রাহুল প্রধানমন্ত্রীর কাছে গেছেন। তাই রাষ্ট্রপতির দরবারে সোনিয়ার সঙ্গত্যাগ করল অধিকাংশ বিরোধী দল।
আরও পড়ুন- তৃণমূলকে কটাক্ষ ভেঙ্কাইয়ার
রাষ্ট্রপতি ভবনে কংগ্রেসের কর্মসূচিতে যোগ দেয়নি NCP, DMK, সপা, বসপা এবং বামেরা। কেন সরে গেল অধিকাংশ বিরোধী দল? তাদের প্রশ্ন, লড়াই যখন একসঙ্গে তখন কেন শুধু কংগ্রেস প্রতিনিধিদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলেন রাহুল?
যদিও তৃণমূল কংগ্রেসকে পাশে পেয়েছেন সোনিয়া। ছিল, বিহারের দুই জোটসঙ্গী RJD ও JDU।
রাষ্ট্রপতির কাছে নোট বাতিল নিয়ে নালিশ করেছে বিরোধীরা। সংসদে বলতে না দেওয়ায় কাঠগড়ায় তোলা হয়েছে মোদী সরকারকে। কিন্তু, সব ছাপিয়ে উঠে আসছে বিরোধী ঐক্যে ফাটলের ছবিটাই।