ওয়েব ডেস্ক : অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল দুটি বিমান। ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। ATC-র তত্‍পরতায় রক্ষা পেল কয়েশো যাত্রীর প্রাণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- অনেকটা-ই বাড়তে চলেছে রেলের যাত্রীভাড়া!


জানা গেছে, আগ সকাল ১১টা বেজে ১৫ মিনিট নাগাদ বিমানবন্দরের ২৮ নম্বর রানওয়ে থেকে গোয়ার উদ্দেশ্যে ১২২ জন যাত্রী নিয়ে টেকঅফ করতে যাচ্ছিল এয়ার ইন্ডিয়া বিমান AI156। ঠিক সেই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের থেকে সেই বিমানের পাইলটকে জানানো হয়, টেকঅফ স্থগিত রাখার জন্য। কারণ তখন ২৭ নম্বর রানওয়েতে ইন্ডিগোর রাঁচি-দিল্লি 6E398 বিমান ল্যান্ডিং করছিল। শেষ মুহূর্তে ATC-র তত্‍পরতায় রানওয়ের মধ্যেই আটকানো যায় সংঘর্ষ।


প্রসঙ্গত, দিল্লি বিমানবন্দরের ২৭ ও ২৮ নম্বর রানওয়ে একসঙ্গে ব্যবহার করা যায় না। কারণ একটি বিশেষ পয়েন্টে গিয়ে দুটি রানওয়ে মিলে যায় একসঙ্গে।