নিজস্ব প্রতিবেদন: প্রতি ২ জন ছেলের মধ্যে একজন ফেল। পাঞ্জাবে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় এমনই আঁতকে ওঠার মতো ফল করেছে সেখানকার ছেলেরা। অন্যদিকে, মেয়েদের রেজাল্ট অনেকটাই ভালো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আবার ছাপাতে হবে লক্ষ লক্ষ ব্যালট, ১৪ মে পঞ্চায়েত ভোট ঘিরে আরও জটিল হল অঙ্ক!


মঙ্গলবার প্রকাশিত হয়েছে পাঞ্জাব স্কুল এডুকেশন বোর্ডের দশম শ্রেণির ফলাফল। বোর্ডের একটি পরিসংখ্যান অনু‌যায়ী, এবার দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় বসেছিল ২,১১,৫২১ জন বালক। এদের মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ ১,১০,৬৫৫ জন পাশ করতে পেরেছে। পাশের হার ৫২.৩১ শতাংশ। রাজ্যে এবার মোট ১,৫৬,৭৭৪ জন মেয়ে পরীক্ষায় বসেছিল। এদের মধ্যে ১,০৮,৩৮০ জন পাশ করেছে। অর্থাৎ পাশের হার ৬৯.১৩ শতাংশ। সবেমিলিয়ে পাশের হার ৫৯.৪৭ শতাংশ।


আরও পড়ুন-পঞ্চায়েত ভোটের সুরক্ষায় এই প্রথম সিভিক ভলান্টিয়ার ও এনভিএফ


রাজ্যে এবার মোট ৩,৬৮,২৯৫ জন পড়ুয়া দশম শ্রেণির পরীক্ষায় বসেছিল। এদের মধ্যে কাপুরথালার শিশু মডেল হাইস্কুলের ছাত্রী জশমিন কৌর ৯৭.৮৫ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে। রাজ্যে মানসা জেলায় পাশের হার সর্বাধিক। সেখানে ৭৩.৭৬ শতাংশ পড়ুয়া পাশ করেছে।