ওয়েব ডেস্ক : নোট বাতিলের মতো আরও বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে দেশের অর্থনৈতিক সংস্কার ঘটাতে। আজ গুজরাতের গান্ধীনগরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নোট বাতিল নিয়ে জবাবদিহির জন্য RBI গভর্নরকে তলব পাবলিক অ্যাকাউন্টস কমিটির


তিনি বলেন, ''এতদিন পর্যন্ত দেশের কর ব্যবস্থায় নানা সমস্যা ছিল। এবার সময় এসেছে সেই সমস্যাগুলিকে ধুয়ে মুছে সাফ করে ফেলার। তাই নোট বাতিলের মতো আরও কিছু বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে।'' অর্থমন্ত্রীর কথায়, ''নোট বাতিলের প্রভাবে যেভাবে এখন দেশে অনলাইন পেমেন্টে জোর দেওয়া হয়েছে, তাতে প্রতিটি লেনদেনের ওপর নজর থাকছে সরকারের। আর এর ফলে আগামী আর্থিক বছরে কর আদায়ের পরিমাণও অনেক বাড়বে। বাড়বে স্বচ্ছতাও।"


GST ও নোট বাতিলের ফলে বাড়বে উন্নয়ন। সেই সঙ্গে ঘটবে আর্তিক সংস্কারও। আর তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে GDP-র ওপর বলে দাবি অরুণ জেটলির।