ওয়েব ডেস্ক : মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর, জওহরলাল নেহরুর মতো ব্যক্তিরা নাকি অনাবাসী ভারতীয়। এইসব এনআরআইদের আন্দোলনের ফল জাতীয় কংগ্রেস। নিউ ইয়র্কে এমনটাই বললেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মার্কিন ‌যুক্তরাষ্ট্র সফরে নিউ ইয়র্কে অনাবাসী ভারতীয়দের এক সভায় রাহুল বলেন, কংগ্রেসের আন্দোলন আসলে এনআরআইদের আন্দোলন। মহাত্মা গান্ধী প্রবাসী ভারতীয় ছিলেন, জওহরলাল নেহরু ইংল্যান্ড থেকে দেশে ফেরেন। আজাদ, প্যাটেল সবাই এনআরআই ছিলেন। এর সবাই দেশের বাইরে গিয়েছিলেন। দুনিয়া দেখেছিলেন। দেশে ফিরে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছিলেন দেশ গড়ার কাজে।


রাহুল এদিন বলেন, ভারত গঠনে এনআরআইদের অবদান স্বীকার করতেই হবে। কিন্তু এখনও তাদের অবদান সবার সামনে তুলে ধরা হয় না।


মার্কিন ‌যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়দের কথা বলতে গিয়ে রাহুল বলেন, বহু ভারতীয় বিদেশে বসবাস করেন। এর অর্থ এই নয় ‌যে দেশ গঠনে তাদের কোনও অবদান নেই। বরং এরাই দেশের মেরুদণ্ড। বিদেশে বাস করেও এরা আমাদের দেশ গঠন করছেন।


আরও পড়ুন-নজর রাখছে দল, মুকুল নিয়ে মুখ খুললেন পার্থ