নিজস্ব প্রতিবেদন: অপসারণের পর এবার বেশকিছু গুরুতর অভিযোগ উঠে আসছে প্রাক্তন সিবিআই প্রধান অলোক ভার্মার বিরুদ্ধে। কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন তাঁর বিরুদ্ধে ৬টি অভিযোগের ব্যাপারে তদন্ত করছে বলে দাবি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মোদী ক্ষমতায় ফিরলে বাংলা, কেরল দখলই লক্ষ্য, বুঝিয়ে দিলেন অমিত শাহ  


অভিযোগ, পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদী সম্পর্কে আসা একটি গোপন মোইল প্রকাশ্যে এসে যায়। সেই মেইল চাপা দেওয়ার চেষ্টা করেন ভার্মা। পাশাপাশি কিং ফিশারের মালিক বিজয় মালিয়া ও এয়ারসেল অ্যাক্সিসের মালিক সি শিবশঙ্করণের বিরুদ্ধে হওয়া লুক আউট নোটিস দুর্বল করতে চেয়েছিলেন ভার্মা।


অলোক ভার্মার বিরুদ্ধে ওঠা নতুন অভিযোগগুলি সম্পর্কে সরকারকে জানিয়েছে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। এনিয়ে প্রয়োজনীয় রিপোর্টও জমা পড়েছে। সিভিসির রিপোর্টে সুপারিশ করা হয়েছে অলোক ভার্মার বিরুদ্ধে হওয়া কমপক্ষে ১০ অভিযোগের তদন্ত হওয়া উচিত। ওইসব অভিযোগ এনেছিলেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা।


আরও পড়ুন-বাংলায় দুর্গাপুজো বন্ধ করতে চাইছেন মোদী: মমতা


নীরব মোদী মামলায় বেশকিছু ইমেইল গোপন করার অভিযোগের পাশাপাশি অলোক ভার্মার বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছেন সিবিআইয়ের অতিরিক্ত এসপি শুধাংশু খারে। তিনি জানিয়েছেন, অফিসের মধ্যেই বুলেটবিদ্ধ অবস্থায় পাওয়া যায় উত্তরপ্রদেশ এটিএসের অতিরিক্ত এসপি রাজেশ সাইনির। সেই মামলা নাকি নিতে চাননি ভার্মা। ইউপি পুলিসকে বাঁচাতেই নাকি ওই মামলা নিতে চাননি প্রাক্তন সিবিআই প্রধান।