ওয়েব ডেস্ক: লোকসভায় পাস হয়ে গেল নতুন আয়কর সংশোধনী বিল। ব্যাস এবার শুধু প্রণব মুখোপাধ্যায়ের সইয়ের অপেক্ষা, তাহলেই নতুন আইন। যেহেতু এটি 'অর্থ বিল' তাই রাজ্যসভায় পাস করানোর কোনও দরকার নেই। এবার দেখা যাক কী আছে এই নতুন সংশোধনী বিলে-  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) যাঁরা নিজেরা সরকারকে জানিয়ে ব্যাঙ্কে কালো টাকা জমা দেবে, তাঁদের ৫০ শতাংশ আয়কর দিতে হবে। আর বাকি ৫০ শতাংশ টাকার অর্ধেক তক্ষুণি তুলে নিতে পারবেন এবং বাকি অর্ধেক চার বছর পরে তোলা যাবে।


আরও পড়ুন- উবের গাড়িতে চড়ে রাতারাতি বিখ্যাত মুম্বাই কন্যা


২) কারও কালো টাকা ধরা পড়লে ৮৫ শতাংশ টাকা কর কেটে নেওয়া হবে এবং তার সঙ্গে শাস্তিও দেওয়া হতে পারে।


এই বিল পাশ করা নিয়ে তৃণমূল কংগ্রেস আপত্তি জানিয়েছে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছে। এছাড়াও সংসদে বিলটি পেশ করার আগে সব সংসদের কাছে বিলটির কোনও কপি দেওয়া হয়নি বলেও উষ্মা প্রকাশ করেছে বিরোধীরা।


আরও পড়ুন- কালো টাকা লুকিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী, কটাক্ষ লালু পত্নী রাবড়ির