ওয়েব ডেস্ক: রেকর্ড বইয়ে ঢুকে পড়ল সদ্যোজাত। কর্ণাটকের শিশুকন্যাটিই এখন দেশের সবচেয়ে হেভিওয়েট শিশু। ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। মা-শিশু দুজনেই এখন সুস্থ। কাঁদতে কাঁদতে কী বোঝাতে চাইছে সে? জানা নেই। তবে নিজের অজান্তেই রেকর্ড বইয়ে ঢুকে পড়েছে শিশুকন্যাটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জন্মের সময় ওর ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। মানে ১৫ পাউন্ড। ভারতের সবচেয়ে ওজনদার শিশু। কর্ণাটকের হাসানের বাসিন্দা নন্দিনী শিশুটির জন্ম দিয়েছেন। মা-শিশু দুজনেই সুস্থ। তবে ওভারওয়েটের জন্য নজরে রাখা হয়েছে শিশুটিকে।


এর আগে ভারতে সবচেয়ে হেভিওয়েট শিশুর ওজন ছিল ৬ কেজি ৭০০ গ্রাম। তবে ওয়ার্ল্ড রেকর্ডটা এখনও ইতালির এক শিশুর পকেটেই। ১৯৫৫-এ জন্ম হয়েছিল ১০ কেজি ২ গ্রাম ওজনের শিশুটির।