থাকছে মিসাইল প্রতিরোধ ব্যবস্থা, আগামী সপ্তাহেই ভারতে আসছে মোদীর জন্য বিশেষ বিমান
বিমানটি চালানো ও অন্যান্য ব্যবস্থার প্রশিক্ষণের জন্য ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্টের উড়ে গিয়েছেন ভারতীয় বায়ুসেনা ও এয়ার ইন্ডিয়ার পাইলটদের একটি টিম
নিজস্ব প্রতিবেদন: মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান-এর ধাঁচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আসছে বেয়িং-এর বিশেষ বিমান। বিমানটি ব্যবহার করবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। নাম দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া ওয়ান। ভারতের চাহিদা মতো দুটি ৭৭৭-৩০০ বিমান পাঠাচ্ছে বেয়িং। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই একটি বিমানটি চলে আসবে ভারতে। অন্যটি আসবে বছরের শেষে।
আরও পড়ুন-গভীর কোমায় আচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায়, জানাল দিল্লির সেনা হাসপাতাল
কী থাকবে বিমানটিতে
বিমানটিতে থাকবে নিজস্ব মিসাইল ডিফেন্স সিস্টেম। একে বলা হচ্ছে লার্জ এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টার মেজারস। থাকছে স্যাটেলাইটের মাধ্যে যোগাযোগ ব্যবস্থা।
একবার জ্বালানী ভরলে একটানা উড়তে পারে টানা ১৭ ঘণ্টা। বর্তমানে প্রধানমন্ত্রী যে বিমানটি চড়েন সেটি জ্বালানী না ভরলে ১০ ঘণ্টাও উড়তে পারে না।
বিমানের ভেতরে থাকছে একটি বড় কন্ফারেন্স হল, একাধিক কেবিন, দুটি মেডিক্যাল সেন্টার, অস্ত্রোপচারের ব্যবস্থা।
থাকছে অডিয়ো-ভিডিয়ো যোগাযোগ ব্যবস্থা। এই ব্যবস্থা হ্যাক করা যাবে না।
রয়েছে শত্রুপক্ষের রেডার জ্যাম করার ব্যবস্থা।
হিট সেন্সিং মিসাইল ও অন্যান্য মিসাইল এড়িয়ে যাওয়ার প্রয়ুক্তি।
এসবই করা যাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে।
দুটি বিমান কিনতে খরচ হচ্ছে ৮০০০ কোটি টাকা।
আরও পড়ুন-বিজনেস ক্লাস-এর সিট ছেড়ে দিলেন স্টাফ-এর জন্য! ধোনির মনটা ঠিক কত বড়!
বিমানটি চালানো ও অন্যান্য ব্যবস্থার প্রশিক্ষণের জন্য ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্টের উড়ে গিয়েছেন ভারতীয় বায়ুসেনা ও এয়ার ইন্ডিয়ার পাইলটদের একটি টিম।