নিজস্ব প্রতিবেদন: ভারতে ঢুকে পড়েছে নতুন ডেঙ্গি ভাইরাস। জানাল পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০০৫ সালে সিঙ্গাপুরে ও ২০০৯ সালে শ্রীলঙ্কায় মহামারীর আকার ধারণ করেছিল এই ভাইরাসের সংক্রমণ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এনআইভির জানিয়েছে, নতুন ভাইরাসটি পুরনো এশিয় ডেঙ্গি ভাইরাসের একটি প্রকারভেদ। এই ভাইরাসের সংক্রমণে ২০১২ সালে তামিলনাড়ু ও ২০১৩ সালে তামিলনাড়ু ও কেরলে ডেঙ্গি ছড়িয়েছিল। ডেঙ্গি ভাইরাস DENV -1-এর এই প্রকারভেদ দক্ষিণভারতে একাধিক ডেঙ্গি আক্রান্তের রক্তের নমুনায় মিলেছে। দেশের অন্য কোথাও এই ভাইরাস ছড়িয়েছে কি না তা নজরে রাখছেন গবেষকরা। 


আরও পড়ুন - নিউ ইয়র্কে ফের জঙ্গিহানা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত ৮, আহত বহু 


দেশে নতুন করে ডেঙ্গির প্রকোপের কারণ খুঁজতে বেশ কয়েকবছর ধরে গবেষমা চালাচ্ছেন এনআইভির গবেষকরা। ভাইরাসের প্রকারভেদ ও তাদের সংক্রমণের ধরণ বুঝে প্রতিষেধক তৈরিতে সাহায্য করে এই সংস্থা।