Pass-Fail System: নতুন শিক্ষনীতিতে বড় বদল! অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাশ-ফেল...
Education Policy: ফেল করলে দু’মাসের মধ্য সেই পড়ুয়াকে ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষাতেও পাশ না করলে সেই পড়ুয়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণিতেই আরও এক বছর থেকে পড়াশোনা করতে হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'নো ডিটেনশন পলিসি' বাতিল করল কেন্দ্র। নতুন শিক্ষানীতিতে অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাশ-ফেল। শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণির কোনও পড়ুয়া পরীক্ষায় সফল না-হলে তাকে ফের সুযোগ দেওয়া হবে। ফলাফল বেরোনোর পর দু’মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া। তবে পাশ করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয়।
আরও পড়ুন, Rahul Gandhi: নজরে বিরোধী দলনেতা, রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিস!
এটা পড়ুয়াদের স্বার্থেই করা হবে বলে জানা গিয়েছে। এই নয়া নিয়ম কেন্দ্র সরকারের অধীনে থাকা তিন হাজারের বেশি স্কুলে লাগু হবে, যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুল। সূত্রের খবর, নয়া নিয়মের সঙ্গেই জানানো হয়েছে, যেহেতু শিক্ষা বিষয়টি রাজ্যের আওতায় পড়ে, সেক্ষেত্রে রাজ্য চাইলে এই বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নিজেদের মতো করে নিতে পারে।
যদিও ১৬টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল বাধ্যতামূলক করেছে। প্রসঙ্গত, ২০০৯ সালে ইউপিএ আমলে শিক্ষার অধিকার আইন, যে নীতি চালু হয়েছিল সেখানে বলা হয়েছিল অষ্টম শ্রেণি পর্যন্ত, অর্থাৎ ১৪ বছর পর্যন্ত কোনও পড়ুয়াকে ফেল করানো যাবে না। সেই নীতিই এবার বাতিল করল মোদী সরকার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)