দেশের ৬৮তম স্বাধীনতা দিবসে লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণ সরাসরি সম্প্রচারিত হয়েছে সারা দেশে ও বিদেশে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রীর ভাষণ-


দেশকে দারিদ্রের বিরুদ্ধে লড়তে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী।


যোজনা কমিশনে নতুন ইন্সটিটিউশন গঠনের কথা ঘোষনা করলেন প্রধানমন্ত্রী।


জয়প্রকাশ নায়ারণ জয়ন্তীতে(১১ অক্টোবর) কেন্দ্রীয় সরকার আদর্শ গ্রাম যোজনার ব্লু প্রিন্ট প্রকাশ করবে।


সফল জাতি গড়তে গেলে গ্রাম থেকে শুরু করতে হবে।


আমরা সকলে প্রতিজ্ঞা করি নিজেদের চারপাশ পরিষ্কার রাখব।


আসুন আমরা সকলে মিলে এমনভাবে ভাবি যাতে বিশ্ব আমাদের মত ভাবতে শেখে। আমরা বিশ্বের মত নয়।


সারা বিশ্বে 'মেড ইন ইন্ডিয়া' শোনা আমাদের স্বপ্ন।


সারা বিশ্বে মেরা ভারত প্রচারের জন্য নতুন প্রজন্মের কাছে আবেদন করলেন মোদী।


যুবসমাজ আমাদের শক্তি। আমাদের যুবসমাজকে এমন যোগ্যতা অর্জন করতে হবে যা শক্তিশালী দেশ গঠন করবে।


উন্নয়ন ও সঠিক প্রশাসনের মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।


জন ধন যোজনার মাধ্যমে দরিদ্রতম মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট গড়বে সরকার।


আমর জন ভাগিদারিতে বিশ্বাস করি। আমরা সকলে একসঙ্গে চলতে বিশ্বাস করি।


ধর্ষণের কারণে আমাদের মাথা ঝুঁকে গিয়েছে।


দেশের ক্রীড়াবিদরা আমাদের গর্বিত করেছে।


আমি মা, বাবাদের অনুরোধ করছি কন্যাভ্রুণ হত্যা করবেন না। আমি এরকম পরিবারও দেখেছি যেখানে একটি মেয়ে, পাঁচটি ছেলের থেকে বেশি সফল হয়েছে।


সন্ত্রাস থেকে আমরা কিছুই পাইনি। এই সময়ে সবথেকে জরুরি সন্ত্রাসের পথ ত্যাগ করা।


জাত বা ধর্মীয় সন্ত্রাস যাই হোক না কেন তা দেশের উন্নতির পথে বড় বাধা। আমরা যেন এইসব থেকে মুক্ত হতে পারি।


প্রতিজ্ঞা করছি আমরা একসঙ্গে পথ চলব, একসঙ্গে ভাবব, একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাব।


বন্দুকের সাহায্যে মাটি লাল হয়, কিন্তু কোদাল চালিয়ে সেই মাটিকেই সবুজ করা যায়।


আমি সকল প্রাক্তন প্রধানমন্ত্রী ও সরকারের কাছে কৃতজ্ঞ। তাঁদের অক্লান্ত পরিশ্রমের জেরেই দেশ আজ এই উচ্চতায় পৌছেছে।


এটা আমাদের সংবিধানের সৌন্দর্য্য যেখানে যেকোনও মানুষ এক পতাকার নিচে দাঁড়াতে পারে।


নেতা বা শাসকরা এই দেশ গড়েনি। সরকারও নয়। কৃষক, শ্রমিক, মহিলা, যুবসমাজ, বিজ্ঞানীরা এই দেশ গড়ে তুলেছেন।


আমি সেইসব মানুষকে কুর্নিশ জানাচ্ছি যাদের আত্মত্যাগের জন্য আজ এই স্বাধীনতা। সেই দিনগুলো আমাদের অনুপ্রেরণা জোগায়, জাতীয় চরিত্র চেনায়।