ওয়েব ডেস্ক : ক্যাব বুকিং নিয়মে বেশ কিছু পরিবর্তন আনল সংস্থা। এবার থেকে অ্যাপ ভিত্তিক এই ক্যাব পরিষেবায় কেউ একবার বুকিং করে সেই বুকিং ক্যানসেল করলে তাঁকে দিতে হবে ক্যানসেলেশন চার্জ। OLA-র অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।


দেশের যেসব জায়গায় OLA ক্যাব চলে, সব জায়গাতেই এই ক্যানসেলেশন চার্জ চালু হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুর মত শহরে লাক্সারি ক্যাব বুকিং ক্যানসেলেশন চার্জ পড়বে ২০০ টাকা পর্যন্ত। তবে, ক্যাব বুক করার ৫ মিনিটের মধ্যে যদি কেউ সেই বুকিং বাতিল করেন, তাহলে ক্যানসেলেশন চার্জ লাগবে না। তারপরই চার্জ লাগবে। শেয়ার ক্যাবের ক্ষেত্রে এই সময় পাওয়া যাবে ২ মিনিট। লোকসানের বোঝা কমাতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।