ওয়েব ডেস্ক : তাপস পালের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে।  সামনে আসছে একের পর এক সূত্র। দাবি সিবিআইয়ের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবছরই জুলাইয়ে নিউটাউনের ডিএলএফ বিল্ডিংয়ে রোজভ্যালির অফিসে হানা দেয় সিবিআই। সেখানে খোঁজ মেলে গোপন কামরার। দেওয়াল ভেঙে ঢুকতে বাধ্য হন গোয়েন্দারা। তল্লাসিতে মেলে বহু গোপন নথি। মেলে তাপস পালের লেখা বেশ কয়েকটি চিঠিও।


কেন্দ্রীয় অর্থমন্ত্রী, রিজার্ভ ব্যাঙ্ককে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে, বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম করে তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ। দাবি করেন, কড়া ব্যবস্থার। অথচ সুকৌশলে এড়িয়ে যান শুধু রোজভ্যালি সংস্থার নামটি। সবকটি চিঠিই সাংসদ হিসেবে নিজের লেটারহেডে লেখেন তাপস পাল।


সেগুলির মাস্টার কপি রোজভ্যালির অফিসে কী করছিল? প্রশ্ন গোয়েন্দাদের। ২০১০-এ রোজভ্যালি সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন তিনি। অথচ বেতন সহ সব সুযোগসুবিধা নিয়েছেন ২০১৩ পর্যন্ত। সংস্থার তরফে আয়োজিত সেমিনার, এজেন্ট মিটিংয়েও নিয়মিত যেতেন তাপস পাল। অভিযোগ, যোগ দিতেন সাংসদের পরিবারের সদস্যরাও।   


আরও পড়ুন,