আজ ভুবনেশ্বরের আদালতে পেশ করা হবে তাপস পালকে
আজ ভুবনেশ্বরের আদালতে তাপস পালকে পেশ করতে চলেছে CBI। চাওয়া হবে হেফাজত। রাতভর CBI অফিসেই রাখা হয় তৃণমূল সাংসদকে। ইন্ডিগো ফ্লাইটে তাপস পালকে নিয়ে গতকাল রাত ১২টা ৫০-এ ভুবনেশ্বরে পৌছন সিবিআই আধিকারিকরা। রাত ১টা ৫০ নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় সিবিআই দফতরে।
ওয়েব ডেস্ক : আজ ভুবনেশ্বরের আদালতে তাপস পালকে পেশ করতে চলেছে CBI। চাওয়া হবে হেফাজত। রাতভর CBI অফিসেই রাখা হয় তৃণমূল সাংসদকে। ইন্ডিগো ফ্লাইটে তাপস পালকে নিয়ে গতকাল রাত ১২টা ৫০-এ ভুবনেশ্বরে পৌছন সিবিআই আধিকারিকরা। রাত ১টা ৫০ নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় সিবিআই দফতরে।
সংবাদমাধ্যমের সামনে কিছুই বলতে চাননি তৃণমূল সাংসদ। শুধু একবার সঙ্গে থাকা ব্যাগটি নিয়ে যাওয়ার ব্যাপারে গোয়েন্দা অফিসারদের সঙ্গে কথা বলতে শোনা যায় তাঁকে। ব্যাগে তাঁর ওষুধ রয়েছে, ফলে সেটি যেন তাঁকে নিয়ে যেতে দেওয়া হয়। বলেন তাপস। আপত্তি করা হয়নি সিবিআইয়ের তরফ থেকেও।
রোজভ্যালি কাণ্ডে তাঁকে আরও জেরা করা প্রয়োজন বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রোজভ্যালি কাণ্ডের প্রথম মামলাটি ভুবনেশ্বরের আদালতেই হয়। তাই অভিযুক্ত তাপস পালকে ওই আদালতেই পেশ করা হবে।
আরও পড়ুন,