ওয়েব ডেস্ক: নিউ রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে। ২ অক্টোবর থেকে সাধারণ মানুষেরা ঘুরতে যেতে পারবেন নিউ রাষ্ট্রপতি ভবন মিউজিয়ামে। মিউজিয়াম কমপ্লেক্স খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। একমাত্র সোমবার ছাড়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এই জেলের আসামীরা এখন দুর্গা প্রতিমা গড়তে ব্যস্ত


মিউজিয়ামে যেতে হলে reception-officer@rb.nic.in এই মেল আইডিতে মেল করতে পারেন।


আরও পড়ুন জানেন কীভাবে রবিবারই সপ্তাহের ছুটির দিন ঘোষণা হয় ভারতে?