ওয়েব ডেস্ক: এতদিন পর্যন্ত রাস্তায় গাড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ইন্সিওরেন্স পেপারের হার্ড কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক ছিল। এবার আর হার্ড কপি সঙ্গে না রাখলেও চলবে। এবার থেকে গাড়ি চালানোর সময় এই সমস্ত নথির সফট কপি সঙ্গে রাখলেও চলবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এবার ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার কার্ড থাকা বাধ্যতামূলক


একটি ইংরেজী দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে যে, সড়ক পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে যে, এবার থেকে গাড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ইন্সিওরেন্স পেপারের সফট কপি সঙ্গে থাকলেও কোনওরকম ভেরিফিকেশনের সমস্যায় পড়তে হবে না।


তবে যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়ে থাকে, তাহলে আপনাকে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে না। এবং সময় মতো লাইসেন্স রিনিউ করে নিতে হবে। তবেই আপনি আইনসঙ্গতভাবে গাড়ি চালাতে পারবেন।