নিজস্ব প্রতিবেদন: শিক্ষক নেতা মইদুল ইসলামকে গৃহবন্দি করার অভিযোগে মামলা দায়ের। মামলা দায়ের করল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। দিল্লিতে অভিযোগ দায়ের করল NHRC।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, প্রথমে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষক নেতা। তাঁকে গৃহবন্দি করে রাখার অভিযোগ করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে একটি প্রাথমিক তদন্ত করে জাতীয় মানবাধিকার কমিশন। এরপর মামলা দায়ের করল তাঁরা। 


আরও পড়ুন: Agartala: ১৫-১৬ সেপ্টেম্বর মেলেনি অনুমতি, Abhishek-এর পদযাত্রার নয়া দিন ঘোষণা


৯ সেপ্টেম্বর রাতে বেলেঘাটায় শিক্ষক নেতার শ্বশুরবাড়িতে অভিযানে যায় নিউটাউন নর্থ এবং বেলেঘাটা থানার পুলিস। 'শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ'-র সাধারণ সম্পাদক মইদুল ইসলামকে গ্রেফতার করা নিয়ে চরম নাটকীয়তা হয়। মইদুলকে বাইরে বেরিয়ে আসতে অনুরোধ করেন পুলিস কর্মীরা। কিন্তু রাতে পুলিসের সঙ্গে যেতে রাজি হননি মইদুল। সকালে যাওয়ার কথা জানান তিনি। দীর্ঘ কথাবার্তার পর ১টা নাগাদ এলাকা ছাড়ে পুলিস। সোশ্যাল মিডিয়ায় পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শিক্ষক নেতা।  


আরও পড়ুন: Modi-Biden: প্রথম Quad Summit-এ রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকে বাইডেন, উপস্থিত মোদীও


এরপর পুলিসি অতিসক্রিয়তার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষক নেতা মইদুল ইসলাম। তাঁর অভিযোগ, সহযোগিতা করার আশ্বাস দিলেও পুলিস অতিসক্রিয়তা দেখায়। বাড়িতে চড়াও হয়।