Agartala: ১৫-১৬ সেপ্টেম্বর মেলেনি অনুমতি, Abhishek-এর পদযাত্রার নয়া দিন ঘোষণা

অনুমতির জন্য পুলিসের কাছে আবেদন পত্র পাঠানো হল।

Updated By: Sep 14, 2021, 12:02 PM IST
Agartala: ১৫-১৬ সেপ্টেম্বর মেলেনি অনুমতি, Abhishek-এর পদযাত্রার নয়া দিন ঘোষণা

নিজস্ব প্রতিবেদন: আগের দু'দফায় অনুমতি মেলেনি। এবার ২২ সেপ্টেম্বর আগরতলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) পদযাত্রা করতে চেয়ে চিঠি দিল তৃণমূল। আগরতলা পুলিসকে চিঠি দিয়েছে এরাজ্যের শাসকদল।

এর আগে প্রথমে ১৫ সেপ্টেম্বর আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদযাত্রা করার কথা ছিল। তবে একই দিন, একই রুটে, একই সময়ে অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি থাকায়, তৃণমূলের মিছিলের অনুমতি দেয়নি পুলিস। যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। সরাসরি বিজেপিকে নিশানা করে তৃণমূল। অগত্যা পরের দিন, ১৬ তারিখ কর্মসূচি করতে চায় তৃণমূল (TMC)। কিন্তু সেই আবেদনও প্রত্যাখ্যান করে ত্রিপুরা পুলিস (Tripura Police)। তাদের ব্যাখ্যা,'১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। ফলে আইনশৃঙ্খলার কারণে অনুমতি দেওয়া সম্ভব নয়।' 

আরও পড়ুন: Modi-Biden: প্রথম Quad Summit-এ রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকে বাইডেন, উপস্থিত মোদীও

আরও পড়ুন: UP Elections: যোগীর মন্তব্যে বিতর্কের ঝড়, টুইটার ট্রেন্ডিং #Abbajaan, এককাট্টা বিরোধীরা

ত্রিপুরা পুলিসের দু'টি চিঠি টুইট করে বিপ্লব দেব সরকারকে নিশানা করেছেন অভিষেক (Abhishek Banerjee)। তিনি লিখেছেন,'মৃ্ত্যুভয় চেপে ধরেছে বিজেপিকে। সর্বশক্তি দিয়ে আমাকে ত্রিপুরায় ঢুকতে বাধাদানে মরিয়া হয়ে উঠেছেন বিপ্লব দেব। চেষ্টা চালিয়ে যান তবে আটকাতে পারবেন না। আপনার ভয় বলে দিচ্ছে প্রশাসনে থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে। সত্য প্রকাশ পাবেই।' কটাক্ষের ছলে অভিষেকের সংযোজন,'ইয়ে ডর হমে অচ্ছা লগা!'

.