নিজস্ব প্রতিবেদন: রবিবার সকাল থেকেই উত্তর কাশ্মীরের বারামুলায় চিরুনি তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ (NIA)। বেনামে জঙ্গিদের অর্থ সাহায্য করছে এমন চার সন্দেহভাজনের খোঁজে বারামুলার চার জায়গায় তল্লাশি চালাচ্ছেন এনআইএ-র গোয়েন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি বারামুলায় এক জামাত নেতার বাড়িতেও এই একই কারণে তল্লাশি চালায় এনআইএ। ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামায় জঙ্গি হামলার পর বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্তদের ধরপাকড় চালাচ্ছে সেনা ও এনআইএ-র গোয়েন্দারা।



আরও পড়ুন: অসহিষ্ণুতা নিয়ে মোদীকে চিঠি, অপর্ণা সেন-সহ ৯ বুদ্ধিজীবীর বিরুদ্ধে মামলা বিহারের আদালতে


নিউজ ১৮ সূত্রে খবর, রবিবার সকাল থেকেই তারিখ আহমেদ, আসিফ লোন, তারিখ আহমদ, বিলাল বাট নামের চার সন্দেহভাজনের খোঁজে বারামুলায় তল্লাশি চালাচ্ছেন এনআইএ-র গোয়েন্দারা। এলাকায় এই চারজন ওই ব্যবসায়ী হিসেবেই পরিচিত। তবে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই চারজনের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।