নিজস্ব প্রতিবেদন: এনআইএ অভিযান। কোনও এক জায়গায় নয়। একযোগে ১৬টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। বুধবার সকাল থেকে দিল্লি ও উত্তরপ্রদেশে এই অভিযান শুরু করেছেন তদন্তকারীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ছত্তিসগড়ে কংগ্রেসের নিরক্ষর মন্ত্রীর হয়ে শপথবাক্য পাঠ রাজ্যপালের


এনআইএ সূত্রে জানা গিয়েছে, জঙ্গি সংগঠন আইএসের নতুন একটি মডিউলের সন্ধান মিলেছে। এই মডিউলের নাম 'হরকত উল হারব এ ইসলাম'। তল্লাশি চলাকালীন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও খবর।


এনআইএ-র ওই সূত্র এর থেকে বেশি কিছু জানাতে চায়নি। তবে উত্তর প্রদেশ ও দিল্লির বিভিন্ন জায়গায় এনআইএ-র আধিকারিকদের দেখা গিয়েছে। সঙ্গে পুলিশও ছিলেন।


আরও পড়ুন: পাঁচ বছর পর বাড়ি ফিরে এল উত্তরাখণ্ডের বন্যায় হারিয়ে যাওয়া 'ছোট্ট' মেয়ে 


পরে অবশ্য উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড থেকে জানানো হয় যে ওই রাজ্যের আমরোহা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।